ভোলায় ৫ ব্যারেল চোরাই তেল জব্দ করেছে পুলিশ

ভোলা সদরের ইলিশার মেঘনা নদী থেকে ৫ ব্যারেল চোরাই তেল জব্দ করেছে ইলিশা ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ শ্রী রতন শীল ও এএসআই সুজন অভিযান চালিয়ে ইলিশা চডার মাথা মাছঘাট এলাকা দিয়ে নদী থেকে অবৈধভাবে পাচারের সময় এই তেল জব্দ করে। এসময় তেল পাচারকারী চক্রের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পাচারকারীদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইলিশা চডার মাথা লঞ্চঘাট এলাকা থেকে পাচারকালে ৫ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল রেখে পালিয়ে যায় কারবারিরা। তেল জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই অবৈধ তেল পাচারকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, জব্দকৃত তেল ফাঁড়িতে রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।