স্বাস্থ্যবিধি না মেনে ঢাকামুখী লঞ্চে যাত্রীদের উপচে পরা ভিড়

করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশী সময় বন্ধ থাকার পর চালু হয়েছে ভোলার সাথে রাজধানীসহ বিভিন্ন নৌ রুটে লঞ্চ চলাচল। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত সাপেক্ষে লঞ্চ চলাচলের কথা থাকলেও অধিকাংশ যাত্রী সতর্কতা অবলম্বন না করায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দৌলতখান থেকে ঢাকামুখী কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হয়নি। প্রতিটি লঞ্চে ঈদের সময়ের মত ভিড় দেখা গেছে। কে কার আগে লঞ্চে উঠবে তা নিয়ে ছিল এক ধরনের প্রতিযোগিতা।

সোমবার বিকেল থেকেই দৌলতখান লঞ্চ টার্মিনালে ঢাকা মুখী যাত্রীদের একটু একটু করে ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা গড়াতেই লঞ্চগুলোতে দেখা যায় যাত্রীদের উপচে পরা ভিড়।

যাত্রীরা স্বাস্থ্যবিধির কথা জানলেও কেউ মানছে না। এ অবস্থায় করোনা মহামারি আরও ছড়িয়ে পরার আশংকাও দেখা দিয়েছে।


প্রশাসনের পক্ষে থেকে মাইকিং করে সাবধানতার চেষ্টা করলেও কেউ কথা শুনছে না।

তবে প্রথম দিনেই সরকারি নিয়ম-নীতি ও স্বাস্থ্যবিধি মানছে না দৌলতখান লঞ্চ টার্মিনালে ঘাট করা লঞ্চগুলো।
করোনার আতঙ্ক তোয়াক্কা না করে আগের মতই যাত্রী পরিবহন করছে। যাত্রীরাও কোনো ধরনের নিয়মনীতি না মেনেই লঞ্চে যাত্রা করছেন।

যাত্রীদের নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাতায়াত করার অনুরোধ জানিয়ে দৌলতখান থানার এস আই গোলাম মোস্তফা মাইকিং করে সাবধানতার চেষ্টা করলেও কেউ কথা শুনছে না।

বিআইডব্লিউটিএ’র ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, লঞ্চ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করতে হবে। কেউ না মানলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।