দৌলতখানে ১০টাকা কেজি দরের চাল বিক্রির উদ্বোধন করলেন এমপি মুকুল

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অসহায় খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের জন্য দৌলতখান উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরের ওএমএস এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেল ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল । মঙ্গলবার (১৯ মে) সকালে দৌলতখান পৌর শহরের উত্তর মাথায় সাংসদ আলী আজম মুকুল কার্ডধারী অসহায় মানুষদের হাতে ২০ কেজি পরিমানের চালের বস্তা তুলে দিয়ে করোনা পরিস্থিতিতে সকলকে ঘরে থাকার আহবান জানান তিনি। এরপর উপজেলার পৌরসভা ও ভবানীপুর ইউনিয়নের ১ হাজার অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে এমপি মুকুলের ব্যাক্তিগত উদ্দ্যোগে ঈদ উপহার হিসেবে সেমাই চিনি দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফয়সাল পারভেজসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।