ঈদুল ফিতর উপলক্ষে অসহায় শ্রমজীবী পরিবারের পাশে-এমপি মুকুল

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫-মে) সকালে দৌলতখান উপজেলার মেদুয়া ও চরপাতা ইউনিয়ন এর ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে তৃতীয় দফায় নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সেমাই, চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

এসময় এমপি আলী আজম মুকুল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পৃথিবীতে আজকে মৃত্যুর মিছিল নেমে এসেছে। দৌলতখান- বোরহানউদ্দিন দুই উপজেলায় হট লাইন চালু করেছি। হট লাইনের মাধ্যমে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। আমার ব্যাক্তিগত তহবিল থেকেও ত্রান বিতরণ অব্যাহত রেখেছি। তিনি আরো বলেন, ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা মানবিক সহায়তা কার্ড চালু করেছে। অর্থাৎ কার্ড প্রতি ২৫০০ টাকা পাবে। এতে কোন তদবির বা- মিডিয়ার প্রয়োজন নেই। যার টাকা তার কাছে চলে আসবে।
এসময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।