দৌলতখানের চরপাতায় ৮শ’ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা দরিদ্র কর্মহীন শ্রমজীবী ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এর উদ্যগে ভোলার দৌলতখান চরপাতা ইউনিয়নে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) সকাল থেকে সামাজিক সুরক্ষা বজায় রেখে ৩নং চরপাতা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন ইউনিয়নের সকল ওয়ার্ডের পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করেন। এর পাশাপাশি হটলাইনের মাধ্যমেও ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, করোনা ভাইরাসের কারণে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষের তালিকা করে প্রধানমন্ত্রীর নির্দেশে ক্রমে আমরা এই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। যতদিন করোনা মুক্ত না হবে ততদিন আমাদের সামর্থ অনুযায়ী খাবার সহায়তা দিয়ে যাবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।