মনপুরায় ৬ জেলে আটক, ১ বছরের কারাদন্ড

ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা সময়ে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ। এই সময় দুইটি জেলে নৌকা, ৫০ মিটার জাল ও আড়াই মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ গরিব-অসহায়দের মাঝে বিলি করা হয়েছে। বুধবার সকাল ৮ টায় উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। পরে দুপুর ২ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক বশির আহমেদ মৎস্য আইনে আটককৃত ৬ জেলের প্রত্যেককে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেন।
আটককৃতরা জেলেরা হলেন, বাবুল (৩৫), রফিক (৩৩), জুযেল (১৮), বাচ্চু (২৫), জসিম (২৫), শরীফ (২১)। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির আহমেদ জানান, আটককৃত ৬ জেলের প্রত্যেককে মৎস্য আইনে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।