মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে হলে খেলাধুলার ব্যাপক বিকাশ ঘটাতে হবে -এমপি শাওন

ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন- মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে হলে খেলাধুলার ব্যাপক বিকাশ ঘটাতে হবে । আজকের প্রজন্ম কে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি মেধা ও মনন চর্চার অবাধ সুযোগ সৃষ্টি করে খেলাধুলার অনন্য পরিসর তৈরি করতে হবে । আমাদের সন্তানেরা যতো বেশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুশীলন করবে, জাতির অগ্রগতির পাল্লা ততো ভারী হবে । খেলাধুলাই সামাজিক অবক্ষয় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে । দেশরত্ন শেখ হাসিনার সরকার ক্রীড়া ও সংস্কৃতির মানোন্নয়নে বদ্ধপরিকর । আমি লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা ও গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থাকে আন্তরিক অভিনন্দন জানাই বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০১৯ অত্যন্ত সুন্দর পরিবেশে আয়োজন করবার জন্য ।
৬ অক্টোবর ২০১৯ গজারিয়া খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি শাওন এসব কথা বলেন । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, লালমোহন পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হূমায়ুন কবীর মাস্টার,গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বেপারি ও সম্পাদক শহিদুল্লাহ সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নবীন, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি রিপন শান, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ হাসান লিটন, সম্পাদক মোঃ জসিম জনি, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবি নজরুল ইসলাম জামাল, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন মাতাব্বর প্রমুখ । দুলারহাট বনাম মুখারবান্দা স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায় দুলারহাট স্পোর্টিং ক্লাব ১- ০ গোলে বিজয় অর্জন করে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।