সর্বশেষঃ

সাংবাদিক জামাল খাসোগি হত্যা : ৫ জনের মৃত্যুদণ্ড

সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় ১১ জন দোষী সাব্যস্ত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

প্রসিকিউটর বলেন, ‘হত্যায় সরাসরি অংশ নেওয়া পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।’

গত বছরের ২ অক্টোবর বিয়েসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর হত্যাকাণ্ডের শিকার হন যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সৌদি সাংবাদিক জামাল খাসোগি।

সৌদি রাজতন্ত্রের ক্ষমতার পালাবদলে রাজপরিবারের বিরাগভাজন হন একসময়ের প্রভাবশালী সৌদি সাংবাদিক জামাল খাসোগি। মূলত তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে সৌদি সরকারের বিরাগভাজনে পরিণত হন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।