সর্বশেষঃ

ভোলার বাংলাবাজার থেকে ৮শ’ কেজি পলিথিন জব্দ ॥ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৮শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরে অবৈধ পলিথিন রাখার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় মাছ বাজার সংলগ্ন মেসার্স অমল স্টোর এ অবৈধ পলিথিন রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ভোলা। এ সময় ওই দোকান থেকে ছোট-বড় মিলিয়ে অন্তত (৩৬) বস্তা পলিথিন জব্দ করা হয়। যার ওজন ৮শ’ কেজি। এই অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনী/২০১০) এর ৬ ক (খ) ধারা লংঘনের অপরাধে মেসার্স অমল স্টোর এর মালিক অমল চন্দ্র সাহার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মামলা নং-৬১/২৪। জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া, র‌্যাব-৮ এর প্রতিনিধি, ডিসি অফিসের পেশকার মো: জামাল উদ্দিন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।