যথাযোগ্য মর্যাদায় ভোলা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

শিক্ষানবিশ রিপোর্টার : ভোলা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে । এ দিবসটি উদযাপনের লক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) কলেজ প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় স্বাধীনতা দিবসের তাৎপর্য ভিত্তিক আলোচনা সভা ও কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে কলেজ প্রশাসন । এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল গফুর, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ্ স্বপন । সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন’র সঞ্চালনায়, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অমিত পার্থ দাস, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইকবাল হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রাজা রাশেদ আলমগীর, গণিত বিভাগের বিভাগীয় প্রধান বিধান কৃষ্ণ দাস, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুব আলম, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ মাসুদ’সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও কলেজ সাংবাদিক সমিতি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । পরে বাদ যোহর শহিদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত এবং সন্ধ্যা ৬.১৫ মিনিটে পুরো কলেজ ক্যাম্পাস আলোক সজ্জায় সজ্জিত হয় ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।