সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আলোচনা সভা

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে উপজেলা সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। দিবসটির উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামানের সভাপতিত্বে পৃথক-পৃথক আলোচনা সভা ও সেমিনারসহ দিবস পালিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল কুমার দাস, বোরহানউদ্দিন থানার এসআই জুয়েল। শিক্ষক মাওলানা মোজাম্মেল হক, ব্যবসায়ী মাইনুল ইসলাম। পৃথক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ ব্যবসায়ী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এদিকে একই সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ পালিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।