গঙ্গাপুরে কোমল মতি শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে কোমলমতি বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলদ ও বনজ চারা বিতরন ও বাড়ি বাড়ি রোপন করা হয়েছে। শিশুদের গাছের প্রতি যতœশিল ও পরিবেশের জন্য গাছের ভুমিকা বিষয়ে জানানো ও পারিবারিক পুস্টি চাহিদা মেটানোর জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসুচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আজ শনিবার এ কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির উদ্ধোধন করেন গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মিয়া। উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল এডভোকেট বিথী ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসুচির ইউনিয়ন সমন্বয়কারী মোঃ আবদুল জাব্বার, এড়িয়া ইনচার্য মোঃ বশির আহমেদ, শাখা ইনচার্য মোঃ আবুল হাসান, সমৃদ্ধি কর্মসুচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান, সমাজ উন্নয়ন কর্মকর্তা নোমান সিকদার ও শিক্ষা সুপার ভাইজর বিকাশ চন্দ্র শিল সহ অন্যান্য কমৃকর্তারা। পরে বিভিন্ন শিক্ষার্থীর বাড়িতে গাছের চারা রোপন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।