সর্বশেষঃ

ভোলায় নুরে আলমকে ভুলেনি ছাত্রদল, মৃত্যুবার্ষিকীতে কাঁদলেন নেতাকর্মীরা

ফাইল ছবি।

ইয়ামিন হোসেন : বিএনপির চলমান কর্মসূচি পালন কালে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি করেছে ভোলা জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩ আগস্ট)  সকালে  জেলা ছাত্রদলের আয়োজনে শহরের জেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এই জাগায় এসে এসে সমাপ্ত হয়।
মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ পরে স্বরণ করলেন তাদের প্রয়াত সহযোদ্ধা নুরে আলম কে। নুরে আলমের স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদেছে অনেক কর্মীরা। এসময়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান ‘খুন হয়েছে আমার ভাই খুনি তোদের রক্ষা নাই’।’ মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়া মুক্তি চাই’ ।
শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউর রহমান কিরন,সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক,মো. কবির হোসেন, রব আকন (কমিশনার), আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আকবার আকন, যুবদল নেতা নাজিম উদ্দিন নিস্কন, বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না,পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু প্রমুখ। এছাড়াও নূর আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ যোহর কবর জিয়ারত ও দোয়া আয়োজন করে জেলা ছাত্রদল।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর ৩ আগস্ট মারা যান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।