ভোলার বোরহানউদ্দিনে ডায়রিয়ার প্রকোপ, ৩ দিনে হাসপাতালে ২৪ রোগী

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ৩ দিনে (১৭-৭ থেকে ১৯-৭ পর্যন্ত) হাসপাতালে ভর্তি হচ্ছেন ২৪ জন রোগী। আক্রান্তের প্রায় ৮০ শতাংশ শিশু। একদিকে করোনা আক্রান্ত রোগী অন্যদিকে হঠাৎ ডায়রিয়া। । বেড সংকট থাকায় অনেকে বারান্দায় নিচ্ছেন চিকিৎসা। অতিরিক্ত রোগী হওয়ায় হিমশিম নার্স ও চিকিৎসকদের। এদিকে শিশুদের পর্যাপ্ত পরিমাণে তরলজাত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তারেক ।

বুধবার বিকালে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রোগীতে পরিপূর্ণ। সেবা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্স। বেড খালি না থাকায় অনেকে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।

কুতুবা ইউনিয়নের সোনিয়া বেগম ও তার ২ মাসের সন্তান সাফাওয়াল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার সকালে (১৯ জুলাই) হাসপাতালে ভর্তি হয়েছে। স্যালাইনরত অবস্থায় নানা জাফর শিশুটির হাত ধরে বসে আসেন। তিনি জানান,৪/৫ দিন যাবত নাতির পাতলা পায়খানা ও বমি হচ্ছে। শিশুর ডায়রিয়া হওয়ায় ভয় পাচ্ছেন মা। কুতুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৯ মাসের শিশু আলভী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।