সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ‘স্মার্ট কার্ডের মাধ্যমে এবি ব্যাংকের কৃষি ঋণ’ বিতরণ

শিমুল চৌধুরী ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। ব্যাংকের তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে এসব কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সরকারি আব্দুল জব্বার কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নির্বাচিত প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি ঋণ বিতরণ করা হয়।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে ‘এবি স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বরিশাল স্বপন কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাখাল চন্দ্র মিস্ত্রি, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ার আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দগন এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও ভোলা সদরের কে-জাহান মার্কেটের ২য় তলায় অবস্থিত উপ-শাখায়, বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ, কুঞ্জেরহাট বাজারে ব্যাংকের এটিএম  ব্যুথ উদ্বোধন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।