ভোলার পূর্ব ইলিশায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশায় প্রসপারিটি প্রকল্পের আওতায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপি পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) চক্ষু ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রসপারিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর, কারিগরি কর্মকর্তা (পুস্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) মোঃ মিথুন মন্ডল, প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।
বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা চক্ষু রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে ২ শতাধিক চক্ষু রোগির চিকিৎসা প্রদান করা হয়। এবং বিনামূল্যে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।