বোরহানউদ্দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৭ জনের জরিমানা

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম। অভিযানে অবৈধভাবে পার্কিং ও মোটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গ করার দায়ে ৭ জনকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি)।
তিনি বলেন, বোরহানউদ্দিন পৌরবাজারের উভয় পার্শ্বে মোটরসাইকেল চালক ও থ্রি-হুইলার চালকগণ তাদের গাড়ীগুলো যত্রতত্র পার্কিং করে রাখেন। অবৈধ পার্কিং এর কারণে যানজট সৃষ্টি হয়। যাতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। এছাড়া মোটরসাইকেল চালকগণ হেলমেট ব্যবহার করেন না। এগুলো প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধ ও যানজট কমানোর জন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মোটরসাইকেলের হেলমেট ব্যবহার না করায় ৬ জনকে ৫শ’ টাকা করে ৩ হাজার টাকা এবং অবৈধ পার্কিং এর দায়ে ১ জনকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।