বোরহানউদ্দিনে বাল্য বিয়ের অপরাধে বর-কনে পক্ষকে জরিমানা

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিনে বাল্য বিয়ের অপরাধে বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার ছোট মানিকা ৪নং ওয়ার্ডে কনের বাড়িতে অভিযান চালিয়ে বর সজীব কে ২০ হাজার ও কনের বাবা আঃ বারেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক।
নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মোঃ জসিম এর ছেলে মোঃ সজীবের সাথে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ছোট মানিকা ৪নং ওয়ার্ডের আঃ বারেক এর মেয়ের সাথে (বয়স গোপন করে) বিবাহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়। মঙ্গলবার বিকালে কনে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় বাল্যবিয়ের অপরাধে তাদেরকে অর্থদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ এবং ৮ ধারায় কনের বাবা ও বর কে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় থানার পুলিশ সদস্য ও নির্বাহী কর্মকর্তা অফিস সহকারী কাজি রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।