না লেখা কাব্য
জাহীদ হোসেন
সেই কবিতাটা আমার আজও হলো না লেখা
শ্রাবণের অঝোর ধারা, মেঘের সাথে লুকোচুরি,
মেঘে মেঘে বজ্রপাত, অঞ্জলির সাথে জড়াজড়ি।
আর সেটাই ছিলো আমার প্রথম পরশ কুমারীর!
যৌবনটা ভালো লাগা, ভালোবাসার ছবি আঁকা
বুকের ভিতর লাল-নীল কতো ছবি করে খেলা,
জমে থাকা গল্প আর কবিতার মনোরম কাহিনী
কলম থেমে যায়, যে কথা আজও লেখা হয়নি।
বুকের ভিতর ধূ ধূ করে জ্বলে কতো স্মৃতি-বিস্মৃতি
খোলা হাওয়ায় ভাসছে আজও সুকেশিনী অঞ্জলি,
যেখানে আমার এই পথিকমন পথ হারায় বারবার
যেখানে কলম স্তব্ধ আর কবি হয়ে যায় নির্বিকার।
শুধু একটা কবিতার জন্য আমার প্রাণান্তকর প্রচেষ্টা
শুধু একটা কবিতার জন্য আমার দীর্ঘকাল প্রতীক্ষা,
শুধু একটা কবিতার জন্য আমার জীবনকে উপেক্ষা
শুধু একটা কবিতার জন্য অঞ্জলির কাছে ফিরে আসা!
একটি রঙিন রুমাল হতে পারতো সেই কবিতার পাতা
একটি খামে ভরা চিরকুট, তাতে লেখা থাকুক যা-তা,
একটি চুম্বন হতে পারতো কবিতা লেখার হাজারো কথা
সেই স্মরণীয় কবিতাটি আমার আজও হলো না লেখা।