তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ডের অভিযান

ভোলায় ৯টি ট্রলারসহ জাল ও মাছ জব্দ ॥ ৬ জেলে আটক, জেল-জরিমানা

ভোলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৯টি ট্রলারসহ জাল ও মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ৬ জেলেকে আটক করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে কে এম শাফিউল কিঞ্জল জানান, ভোলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট জসিম উদদীনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী সংলগ্ন চর চটকিমারা ও চর ভেদুরিয়া এলাকায় যৌথ অভিযান চালায়। তারা ওই এলাকা থেকে অবৈধভাবে মা ইলিশ শিকার করায় ৯টি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট, ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। এ ছাড়া আটক করা হয়েছে ৬ জেলেকে। এদের মধ্যে ৩ জেলেকে ১০ দিন ও ২ জেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ নিষিদ্ধ জাল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং মাছ এতিমখানা ও দরিদ্র অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দকৃত নৌকা ২৫ হাজার ৩৭৫ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।