ভোলায় কোটি টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ভষ্ম

ভোলায় প্রায় কোটি টাকার নিষিদ্ধ শুমারি জাল আটক করেন জেলা মৎস অধিদপ্তর। আটককৃ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভোলার দৌলতখান ও সদর উপজেলার ইলিশা বাঘার হাওলা, ঘিরিঙ্গি বাজার এলাকার মেঘনা নদীর তীর থেকে প্রায় কোটি টাকার ৪ লক্ষ মিটার নিষিদ্ধ মশারি/ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোল্লা এমদাদুল্লাহ’র নেতৃত্বে পুলিশ ও কোস্টগার্ড এ যৌথ অভিযান পরিচালনা করেন। ভোলা সদর ও দৌলতখান এলাকা থেকে এসব জাল জব্দ করে আগুন দিয়ে পোড়ানো হয়।
জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, এসব নিষিদ্ধ জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে ঝাটকা (ছোট ইলিশ) সহ সকল প্রজাতির মাছের পোনা বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।