দৌলতখানে মাছের পোনা অবমুক্ত

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সূখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ স্লোগান নিয়ে জেলার দৌলতখান উপজেলায় আজ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রাসস্ব খাতের আওতায় দৌলতখান উপজেলা পরিষদ চত্বরের পুকুরে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।
এখানে এমপি মুকুল বলেন, মাছ বাঙালির খাদ্য তালিকায় অত্যন্ত জনপ্রিয় খাবার। দেশে আমিষের চাহিদা মেটাতে মাছের গুরুত্ব অপরিসীম। তাই মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধি করার জন্যই সরকার মাছের পোনা অবমুক্তকরণের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে আমাদের মৎস্য খাত আরো স্বয়ংসম্পূর্ণ হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেক হাওলাদার, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিদ্দিক মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, উপজেলার সরকারি ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন ২৭টি জলাশয় এবং পুকুরে ৩’শ ৩৩ দশমিক ৩৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। আজ সকালে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনান্য পুকুরে এসব পোনা অবমুক্তকরণ চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।