১৪ দিনেও খোঁজ মেলেনি বোরহানউদ্দিনের জেলে মিলনের

১৪ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ভোলার বোরহানউদ্দিনের জেলে মিলন খাঁনের। দিন যত যাচ্ছে উদ্বেগ, আতংক আর উৎকণ্ঠা বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে। শোকের মাতম বইছে ওই জেলে পরিবারে। মিলন ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের বেড়িবাধের উপর বসবাসকারী বাসিন্দা।
মিলন খানের স্ত্রী ঝিনু বেগম বলেন, গত (১৭ আগস্ট) বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে পড়ে।ওই রাতে সাগরে অবস্থানরত জেলেদের নৌকাডুবি সহ অনেক জেলে নিখোঁজ হন। কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার উদ্ধার অভিযানে অনেক জেলে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হন। তবে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি মিলনের।
মিলন খানের স্ত্রী ঝিনু বেগম বলেন, বাউফল উপজেলার মমিন পুর ঘাটের আলম গাজির ফিসিং বোডে মাল্লা হিসেবে সাগরে মাছ ধরতে যায় মিলন খা। তাদের বোর্টে ১৩ জন মাঝিমাল্লা ছিল। ১৮ ই আগষ্ট সাগরে মাছ ধরা অবস্থায় ইঞ্জিল চালিত বড় ট্রলার (ফিশিং বোড) ডুবে যায়। ওই ট্রলারের সবাই উদ্ধার হলে ও মিলন খান কে পাওয়া যাচ্ছে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।