ভোলা জেলায় এমপিওভূক্ত হলো অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান

সারা দেশে নতুন ২ হাজার ৭শ’ ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ এবং ‘শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরি’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ওই ঘোষণার পর যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে ভোলা জেলায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে এমপিওভূক্ত হলো। এদের মধ্যে নিন্ম মাধ্যমিক পর্যায়ে ২০টি, মাধ্যমিক পর্যায়ে ৬টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১টি, উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে ৬টি, দাখিল পর্যায়ে ৬টি, আলিম পর্যায়ে ৪টি, ফাজিল পর্যায়ে ২টি, কামিল পর্যায়ে ১টি এবং কারিগরি পর্যায়ে বিকম স্তরে ৩টি ও এসএসসি ভোকেশনাল স্তরে ১টি।
প্রকাশিত তালিকায় নিন্ম মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- ভোলা সদরের সদুর চর হাই স্কুল, রাজাপুর আদর্শ জুনিয়র হাই স্কুল, লালমোহন উপজেলার হোসনেয়ারা বেগম হাই স্কুল, খাদিজা খানম জুনিয়র হাই স্কুল, চরভুতা নমগ্রাম করিমুন্নেছা জুনিয়র সেকেন্ডারী গার্লস স্কুল, দক্ষিণ পাঙ্গাশিয়া আদর্শ জুনিয়র হাই স্কুল, একতা বাজার জুনিয়র স্কুল, শহীদ মোতাহার উদ্দিন মেমোরিয়াল জুনিয়র স্কুল। তজুমদ্দিন উপজেলার দক্ষিণ চাচড়া জুনিয়র হাই স্কুল। চরফ্যাশন উপজেলার চরফ্যাশন মডেল জুনিয়র হাই স্কুল, কচ্ছপিয়া নিলিমা জ্যাকব জুনিয়র হাই স্কুল, ফরিদাবাদ জুনিয়র হাই স্কুল, হাজারিগঞ্জ হাই স্কুল, গফুরপুর জুনিয়র হাই স্কুল, অধ্যক্ষ নজরুল নগর জুনিয়র স্কুল, শাশীম মেমোরিয়ার জুনিয়র গার্লস হাই স্কুল, নুরাবাদ ইসলামিয়া জুনিয়র স্কুল, সুলতান মিয়ার বাজার জুনিয়র হাই স্কুল, আবু বকরপুর জুনিয়র হাই স্কুল, সাবেরা খাতুন গার্লস হাই স্কুল।
মাধ্যমিক পর্যায়ে ভোলায় সদর উপজেলা শিবপুর গার্লস সেকেন্ডারী স্কুল, চর পাঙ্গাশিয়া হাই স্কুল, পশ্চিম রুহিতা সেকেন্ডারী স্কুল। চরফ্যাশন উপজেলায় হাসানগঞ্জ ইসলামিয়া হাই স্কুল, কুকরী-মুকরী সেকেন্ডারী স্কুল। মনপুরা উপজেলায় ফাইজুদ্দিন হাই স্কুল।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে লালমোহন উপজেলায় গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে ভোলা সদর উপজেলায় মানিক মিয়া আইডিয়াল কলেজ। বোরহানউদ্দিন উপজেলায় হাফিজ ইব্রাহিম কলেজ, লালমোহন উপজেলায় হাজী মোহাম্মদ নূরুল ইসলাম চৌধুরী কলেজ, নূরনবী চৌধুরী মহাবিদ্যালয়। তজুমদ্দিন উপজেলায় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ। মনপুরা উপজেলায় সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ।
দাখিল পর্যায়ে ভোলা সদর উপজেলায় উত্তর রতনপুর দাখিল মাদরাসা। দৌলতখান উপজেলায় দক্ষিণ জয়নগর রহিমা বেগম ইসলামিয়া দাখিল মাদরাসা। চরফ্যাশন উপজেলায় হাজারিগঞ্জ মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদরাসা, হাসানগঞ্জ দাখিল মাদরাসা, উত্তর ফ্যাশন আদর্শ দাখিল মাদরাসা, কুকরী-মুকরী ইসলামিয়া দাখিল মাদরাসা।
আলিম পর্যায়ে তজুমদ্দিন উপজেলায় পূর্ব গোলকপুর কাশেমুল উলুম মাদরাসা, চাঁদপুর মহিলা আলিম মাদরাসা, শম্ভুপুর খাসের হাট ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা। চরফ্যাশন উপজেলায় দক্ষিণ চর আইচা রাব্বানিয়া আলিম মাদরাসা।
ফাজিল পর্যায়ে ভোলা সদর উপজেলায় দক্ষিণ জামিরালতা ফাজিল ডিগ্রী মাদরাসা এবং চরফ্যাশন উপজেলায় আবু বকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদরাসা। এছাড়া কামিল পর্যায়ে চরফ্যাশন উপজেলায় করিমজান মহিলা কামিল মাদরাসা।
অন্যদিকে কারিগরি পর্যায়ে এইচএসসি (বিকম) স্তরে পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ (একাউন্টিং), (সেক্রেটারিয়াল সাইন্স) এবং (ব্যাংকিং)। রমাগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ (কম্পিউটার অপারেশন), ধলিগৌরনগর কলেজ (একাউন্টিং)। এসএসসি ভোকেশনাল পর্যায়ে একই উপজেলার পশ্চিম চরউমেদ মডেল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ (কম্পিউটার ইনফরম্যাশন টেকনোলজি)।
নতুন করে অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত হওয়ায় শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারগুলোতে আনন্দ বিরাজ করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।