চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য সহযোগিতা কামনা

সীতাকুন্ডে বিস্ফোরণ ॥ চরফ্যাশনের কবিরের পাশে স্বজনরা

সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে দগ্ধ কবিরের বাড়িতে স্বজনদের আহাজারি। দগ্ধ কবিরের বাড়ী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে। কবির চর যমুনা গ্রামের ৫নং ওয়ার্ডের মোঃ সাদেক সর্দারের ছেলে। অগ্নিদদ্ধ কবিরের অবস্থা শংকামুক্ত নয়। শরিরের ৪০ভাগই পুড়ে গেছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। কবির বর্তমানে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪নং ওয়ার্ডের ৩১নং সিটে চিকিৎসাধীন রয়েছেন।
চাকুরির সুবাদে কবির পরিবার নিয়ে সীতাকুন্ড এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছে। কবিরের অন্যস্বজনরা চর যমুনা এলাকার বাসিন্দা। রবিবার ভোরে কবিরের পরিবারের সদস্যরা চরফ্যাশন থেকে চট্রগ্রামের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়ে সন্ধ্যার পরে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে পৌঁছেছেন।
দগ্ধ কবিরের ভাই মোঃ নবী জানান, তার ভাই ৭ বছর যাবৎ সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ভাই আজ মৃত্যুর মুখোমুখি। ভাইয়ের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।