‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’

ভোলায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন

সারা দেশের ন্যায় উপজেলা ভূমি অফিস ভোলার উদ্যোগে উৎসবমূখর পরিবেশে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। এ বছর ভূমি সেবা সপ্তাহের প্রতিপাদ্য হল- ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা ভূমি অফিসে পৃথক বুথের মাধ্যমে সকল ধরনের সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে নিম্নোক্ত সেবা সমূহ উল্লেখযোগ্য: ১. ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন। ২. ই-নামজারীর আবেদন গ্রহণ। ৩. অনলাইনে খতিয়ান প্রাপ্তির জন্য আবেদন প্রদান। ৪. অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ। ৫. তাৎক্ষণিক ডিসিআর ও খতিয়ান সরবরাহ। ৬. ভূমি সংক্রান্ত সকল ধরনের তথ্যমূলক সেবা। ভূমি সংক্রান্ত যেকোন সেবা পেতে চলে আসুন উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসসমূহে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।