আওয়ামীলীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে : এমপি শাওন

ভোলার লালমোহনে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও ১৩ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফসহ উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষিবিপ্লবের সূচনা করেছিলেন। ফলে কৃষিপণ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি দিচ্ছেন। ফলে দেশে এখন বড় সাফল্য এসেছে কৃষিতে। দেশ এখন এ খাতে স্বয়ংসম্পূর্ণ।
উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন মুন্সি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল আমিন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।