তজুমদ্দিনে ২৩ জেলে আটক, জরিমানা

ভোলার তজুমদ্দিনের মেঘনার অভয়াশ্রমে উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৩ জেলেকে আটক করেছে। আটককৃতদের ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন। নিষেধাজ্ঞার ১৩ দিনের অভিযানে মোট ৬৮ জেলেকে আটকের পর জেল-জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ শিকার করার দায়ে ২৩ জেলে ও ২টি মাছ ধরার নৌকা আটক করা হয়। আটক প্রত্যেকের বাড়ি পাশ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকায়।
রবিবার সকালে আটকৃত জেলেদের উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২২ জনকে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার জরিমানা করে এবং অপ্রাপ্ত ১জনকে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞার ১৩ দিনের অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৮ জন জেলেকে আটকের পর জেল-জরিমানা প্রদান করা হয়েছে। ৮টি নৌকা হেফাজতে আছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।