ফলোআপ

ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর সেই সুইপার চন্দন শোকজ

ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণী-তে গত ৩১শে জানুয়ারী ২০২২  “ভোলা সদর হাসপাতালে সুইপার যখন চিকিৎসক !” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে আলোচনা সমালোচনার ঝড় উঠে পুরো ভোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেলার ২০ লক্ষ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থলে সুইপার দিয়ে ইনজেকশন পুঁস করার সংবাদ ভোলার বাণীতে প্রকাশ করায় ধন্যবাদ জানান পাঠকরা।

অবশেষে ভোলার বাণীর সেই সংবাদের ভিত্তিতে পরিচন্নতা কর্মী চন্দন কে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ভোলার বাণীর সংবাদের পর চন্দন কে শোকজ এবং জরুরী বিভাগের এলাকার পরিচন্নতা কর্ম থেকে সরিয়ে হাসপাতালে পিছনে দেওয়া হয়েছে বলে জানান চন্দন।
এই প্রতিবেদক কে চন্দন জানান, দীর্ঘ ২৮ বছর এখানে কর্মরত আছি , আপনারা নিউজটা না করে আমার সাথে যোগাযোগ করলে আপনাদের কিছু করার ব্যবস্থা করতাম, এখন আমাকে শোকজ করেছে আবার বলছে যাকে  ইনজেকশন দিয়েছি সেই রোগী কে হাজির করতে যাক সমস্যা নাই ব্যবস্থা হয়ে যাবে।
এই বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার লোকমান হাকিম বলেন, আমি এখন গাড়ীতে কিছু জানার থাকলে কাল অফিসে আসেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।