বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট

ভোলা-কে হারিয়ে তজুমদ্দিন প্রেসক্লাব চ্যাম্পিয়ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃউপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভোলা প্রেসক্লাবকে হারিয়ে তজুমদ্দিন প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। লালমোহন প্রেসক্লাবের আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৩টায় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয় লাভ করে তজুমদ্দিন প্রেসক্লাব। প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় দলের পক্ষে বাপ্পির গোলে এগিয়ে যায় তজুমদ্দিন প্রেসক্লাব। খেলার অতিরিক্ত সময়ে ভোলা প্রেসক্লাব গোল করে সমতায় আসলে অমিমাংসিত ভাবেই খেলা শেষ হয়। পরে ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে তজুমদ্দিন প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়।


খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অপরাধ দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই।খেলার কোন বয়স নেই, সকল বয়সের সমবয়সী সকলে নিজেদের মধ্যে খেলাধুলা চালিয়ে যাওয়া উচিত।শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যস্ত রাখতে পারলে তারা অপরাধের দিকে পা বাড়াবে না।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।


এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক নুরুন্নবী, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মালেক, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মহিন আহম্মেদ প্রমূখ।

উল্লেখ্য, লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ৪ ডিসেম্বর ২০২১ ইং বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।টুর্নামেন্টে ভোলা প্রেসক্লাব, দৌলতখান প্রেসক্লাব, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব, তজুমদ্দিন প্রেসক্লাব ও লালমোহন প্রেসক্লাব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।