চরফ্যাশনে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে সভা

ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে রবিবার চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র্য এবং প্রতিবেশ সমীক্ষা শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন, বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, প্রফেসর ড. নিয়ামুল নাসের, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক, উপজেলা কৃষি অফিসার আবু হাসনাইন, মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাংবাদিক এ আর এম মামুন, আমির হোসেন, মিজান নয়ন, জামালা মোল্লা, আমিনুল, রাশিদা বেগম, প্রমুখ। বক্তরা অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে যে সকল হুমকি গুলো রয়েছে তা নিরসনের তাগিদ দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।