তজুমদ্দিনে ৩১ জেলে আটক, ২২ জনকে দন্ড

ভোলার তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ৩১ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে কারাদ-, ৬জনকে জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক ও প্রতিবন্ধী হওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, বুধবার দিবাগত গভীররাতে তজুমদ্দিন ও লালমোহনের মেঘনা মোহনা থেকে মাছ ধরার সময় ৩১ জন জেলেকে আটক করা হয়। এসময় ৫টি নৌকা ও ২০ হাজার মিটার জাল আটক করা হয়। আটককৃত জাল রাতে শশীগঞ্জ ঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, সরকারী বিধি অমান্য করায় ১৮৮ ধারা অনুযায়ী নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১৬ জনকে একমাস করে জেল ও ৬ জনের মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও প্রতিবন্ধী হওয়ায় ৯ জনকে ছেড়ে দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।