চরফ্যাশনে ৩ শিক্ষক-কে জরিমানা

ভোলার চরফ্যাশনে ডিগ্রী ২য় বর্ষের উন্মুক্তের ইংরেজি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশের দায়ে ৩ শিক্ষককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমন। শুক্রবার সকালে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রে অনৈতিকভাবে প্রবেশ করে জরিমানাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ফারুক রানা, মনিরুজ্জামান মনির ও আবুল কালাম। এরা সকলে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ রয়েছে এরা পরীক্ষা কেন্দ্রে নকল সরবারহের জন্যই প্রবেশ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমান বলেন, যাদের জরিমানা করা হয়েছে তারা পরীক্ষা কমিটির কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিল না। অন্যায়ভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় এসব শিক্ষককে জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, চরফ্যাশন উপজেলায় শতভাগ স্বচ্ছ ও নকল মুক্ত পরিবেশে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে কোনো প্রকার অসধুপায় অবলম্বন করতে দেয়া হবে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।