সর্বশেষঃ

দৌলতখানে প্রধানমন্ত্রীর উপহার পড়ে আছে অযত্নে, তিন বছরেও চালু হয়নি নৌ-অ্যাম্বুলেন্স

ভোলার দৌলতখানে অযত্ন আর অবহেলায় গত তিন বছর ধরে পড়ে আছে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নৌ-অ্যাম্বুলেন্স। দৌলতখান উপজেলার চরাঞ্চলবাসীর জরুরি স্বাস্থ্যসেবার জন্য এ নৌ-অ্যাম্বুলেন্সটি দেওয়া হলেও তা তিন বছরেও চালু হয়নি। বর্তমানে নৌ-অ্যাম্বুলেন্সটি বিকল ও অচল হয়ে পড়ে আছে দৌলতখানে মেঘনা নদীর পাড়ে। রক্ষণাবেক্ষণের অভাবে ভেতরে ময়লা-আবর্জনা জমে এটি এখন নষ্ট হয়ে গেছে। এছাড়া নৌ-অ্যাম্বুলেন্সটির সামনের দুটি গ্লাস-ভেঙে থাকা অবস্থায় দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চরাঞ্চলবাসীর জরুরি স্বাস্থ্যসেবার জন্য এ নৌ-অ্যাম্বুলেন্সটি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার মদনপুর হাজীপুর ইউনিয়নসহ চরাঞ্চলের মানুষের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালে এ নৌ-অ্যাম্বুলেন্সটি উপহার দেন প্রধানমন্ত্রী। অযত্ন আর অবহেলায় গত তিন বছর ধরে নৌ-অ্যাম্বুলেন্সটি দৌলতখান থানা সংলগ্ন মেঘনা নদীর পাড়ে পড়ে আছে।

এ বিষয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান  বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু করার নেই। চালক ও জ্বালানির ব্যবস্থা না হলে এটার কোনো কাজ নেই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।