মহামারী করোনা

শাহীন আফসার

করোনা এখন আর নড়েনা,
আমাদের আর স্বস্তিও দিবেনা।
এটাই এখন বুঝে গিয়েছি,
নিজেদেরই এখন নিয়ম মেনে
চলতে হবে এটাই নিয়তি।
ঈদে বাড়ি না আসলে
আমাদের চলছিলই না,
মার্কেটে সেতো যেতেই হবে
নয়তো কোরবানীর মর্যাদা ক্ষুন্ন র’বে।
আমরা এই সে জাতি
হাতে দিলে সেনিটাইজার,
নেই মুখে, ভাবি জিনিসটা খাওয়ার।
প্রভু আমাদের ক্ষমা করে দাও,
পৃথিবী থেকে মহামারী উঠিয়ে নিয়ে যাও।
এটাই এখন আমাদের আর্তি,
দু’হাত তুলে করছি মিনতি।
চারিদিকে এতো দুঃসংবাদ,
আর নিতে পারছিনা।
তুমি রহমানুর রাহীম,
আমাদের ভুলগুলো ধোরোনা।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page