চেতনার পাশে

মুন হোসেন,

 

কমল বনে ঘাসের দলে মুদে আঁখি
হাটছি আমি ভাবছি হব দেশান্তরি,
সান্তনা দেয় হেসে হলদে রঙা পাখি
আমি বৃথা চিন্তা,ভয়,শোকে কেঁদে মরি।
মম পল্লব ঋতু বিভোর হয়ে ফোঁটে,
চেতনা আঁতকে ওঠে মনের কোণ্েত;
পদলিত চেতনা আমার দৃশ্যপটে,
আমি দেশান্তরি চেতনা জয় করতে।

চেতনা নয় মননশীল কবিকথা,
চেতনা নয় রুচিশীল মন ব্যক্ততা,
চেতনা নয় ভদ্র প্রতিবাদী অঙ্গার,
না স্বাধীনতা;অধিকারের সমাহার।
চেতনা গণমানুষের মন স্ব-উক্তি
যেথায় মুদ্রিত ইচ্ছা, ক্ষুধা, আত্মতুষ্টি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।