কাছে থাকার অনুরোধ

মুন হোসেন

 

যেয়ো না দূরে
বাধা হয়ে থাক
তোর রোদ্দুর আমার ঠোট গাল ছুয়ে যাক,
যে যাবার যাবে
যাক চলে
থাক শুধু
আমি,তুমি আর ফাল্গুনী গান

লাগে না ভালো
নিরন্তর অন্তরঙ্গতা
অনন্য সখ্যতা প্রকৃতির সাথে।
লাগে না ভালো
এক রাস্তাতে হাটা
শুধু তোমার হাত ধরে।
তাই তো সময়
বদ্ধ দেয়ালে আদরে
মোড়ানো শীতের চাদড়ে।

মিশে যায় সবাই
মিথ্যে ঘুম
গুপ্ত চুম
সত্য আশা
আবেগের ভাষা,
তোর ফতুয়ার লাল বোতাম
আমার বালিশের খতিয়ান।

ভাল লাগে নাহ
তোমার বুকের তীব্র প্রতিহিংসা,
বারেবারে ছিচকাদুনে
ফেরিওয়ালার দাম
কিনে নেয়া সর্বনাশা তোমার নাকের ঘাম।
লাল হয়ে ফুটছে শুধু
তোমার জলের কাম,
সর্বনাশা আরাম
বুকে আমার বিধছে অবিরাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।