ভোলা আমার জেলা

সাইদুর রহমান

 

 

ভোলা গাজীর নামে জেলার
নাম রাখা হয়
পেশায় সে মাঝি ছিলো
লোকমুখে কয়।

বাংলাদেশের দ্বীপের রানী
চারদিকে তার অথৈই পানি
তিনপাশে তার মেঘনা
একপাশে তেঁতুলিয়া নদী
ভোলা জেলার বিখ্যাত
খাবার মহিষের দধি

BCS এর প্রশ্ন তাই
শোন দিয়ে মন
৩৪০৩ বর্গকিলোমিটার
ভোলা জেলার আয়তন

শিক্ষকতা এই অঞ্চলের
প্রধান পেশা
নদী খালে মাছ ধরা
জেলেদের নেশা

এ দ্বীপে আছে ভাই
গ্যাসের অনেক খনি
যা দিয়ে করবো আমরা
বাংলাদেশকে ধনী

এই জেলার বোরহানউদ্দিনে
একটি বিদ্যুৎকেন্দ্র আছে
ঘরে ঘরে বিদ্যুৎ তাই
সব মানুষের কাছে

এশিয়ার সবচেয়ে বড়
ওয়াচ-টাওয়ার
এই জেলায় আছে
টাওয়ারের চূরাটি ঘেরাও করা
স্বচ্ছ থাই কাচে

মনপুরায় যাইলে বন্ধু তোমার
মনটি যাবে ভরে
সেখানে তুমি ঘরতে পারবে
হরিণের পিঠে চড়ে

এই জেলার ব্যাক্তিত্বদের
করেছি একটি ছক
তার মধ্যে অন্যতম
কবি মোজাম্মেল হক

ভোলা জেলার শ্রেষ্ঠ সন্তান
মোস্তফা কামাল
যুদ্ধের সময় একটি দলকে সে
দিয়েছে সামাল

ভোলা জেলার মানুষের মন
১০০% খাটি
ভোলার জন্য ধন্য হলো
বাংলাদেশের মাটি

এ জেলায় জন্ম আমার
ধন্য আমি তাই
এই খানে থেকেই আমি
শান্তি খুজে পাইজ

ভোলা জেলায় ঘুরতে এসো
দাওয়াত রইলো সবার
মর্যাদা পাবে তোমরা
মেহমান হবার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।