ছাত্রলীগের ইতিহাস জাতির মুক্তি ও সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস : জেলা আ’লীগ সভাপতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস জাতির মুক্তির স্বপ্ন, সাধনা এবং সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। কারণ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকালে চিলি কনভেনশন সেন্টারে ছাত্রলীগ নেতা আজিজ মেহেরাব মোল্লার সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক পুণর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু।
এসময় তিনি আরও বলেন, ৫২’র ভাষা আন্দোলনে, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগ গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে। ৬৬’র ৬-দফা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মাঠে-ঘাটে ছড়িয়ে পড়ে। ৬-দফাকে বাঙালী জাতির মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠিত করে। এছাড়াও ৬৮-তে শিক্ষা আন্দোলন এবং ৬৯-এর গণঅভ্যুথানসহ ৭০-এর নির্বাচন ও ৭১-এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগ গৌরবউজ্জ্বল ভূমিকা পালন করে। এসময় উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীদের এমন একটি আয়োজন করার জন্য শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে বাংলাদেশের মুক্তি, সংগ্রামসহ বাংলাদেশ ছাত্রলীগের সঠিক ইতিহাস জানার আহবান জানান তিনি।
আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কমিটির সাবেক সদস্য মাইনুর রহমান তুহিন, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজিব হোসেন তরুণ, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ভোলা সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি, ভোলা পৌর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামছুল ইসলাম শিপন, ছাত্রলীগ নেতা ইউসুফ হোসেন সোয়েব সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম জন্মদিন পালন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।