মায়ের চোখে অশ্রু ঝরে 

মোঃ মহিউদ্দিন
হানাদারের আক্রমণে
যুদ্ধ যখন শুরু,
 চিল শকুনের হিংস্র থাবায়
বুক যে কাঁপে দুরু দুরু।
 হিংস্ররা সব করছে আওয়াজ,
 গুলি নয় যেন পড়ছিল  বাজ।
আতঙ্কিত হতবাক
সবাই রেখে যে যার কাজ।
জনসাধারণ ভাবে মনে,
 দিশেহারা কি যে করবে
 যুদ্ধের এই ক্ষণে।
বিজয়ের এই দিনে,
মায়ের স্মৃতি ভাসছে  মনে।
 মা যে একাত্তরের কথা বলে,
 আজও মায়ের চোখে অশ্রু  ঝরে।
 অস্ত্র হাতে ছেলের সাথে,
 কথা হয় শেষ রাতে।
ছেলে গেল যুদ্ধে চলে,
দেশ স্বাধীন করবে বলে।
মা বিদায় দিল চোখের জলে।
দীর্ঘদিন লড়াই শেষে,
ছেলে আসবে বিজয়ের বেশে।
বিজয় আসলো ডিসেম্বরে,
ছেলেটি আর আসলো না ফিরে।
আজও মায়ের অশ্রু ঝরে।
স্বাধীনতা  বিজয় দেখে,
মা তার ছেলেকে পায় স্বপ্নলোকে।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।