লালমোহনে ১০ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত পল্লী বিদ্যুৎ কমপ্লেক্সের উদ্বোধন করলেন এমপি শাওন

ভোলার লালমোহনে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের নব নির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ৩০ নভেম্বর সকাল ১১টায় লালমোহন ডিজিটাল পার্কের বিপরীতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে লালমোহন ডিজিটাল পার্কে উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন সাবমেরিন ক্যাবলে মাধ্যমে বিচ্ছিন্ন চর বাসীকে বিদ্যুৎতের সেবা পৌঁছে দেওয়া কেবল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতেই সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় তজুমদিনের দূর্গম চরে প্রায় ২৭ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবাধা পাবেন। বর্তমান সরকার ক্ষমতায় আসারপর সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। এক সময় মানুষ হারিকেন, মোমবাতি জ্বালিয়ে রাত্রি যাপন করতেন। এখন গ্রাম-গঞ্জে প্রতিটা ঘরে বিদ্যুতের আলোয় ঝলমল করছে।

তিনি আরও বলেন বিএনপি জামায়াতে জোট বিদ্যুৎতের খাম্বা বিক্রি করে দেশের জনগনের টাকা লোপাট করলেও জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে এসেছেন। এক সময়ের তলা বিহীন ঝুড়ির বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন।

ভোলা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আবুল বাসার আজাদের সভাপতিত্বে এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, পৌর আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, পল্লী বিদ্যুত সমিতির লালমোহন জোনাল অফিসের ডিজিএম আহসান শাহিনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।