
মুন হোসেন
আমি যখন পুড়ে মরবো
তুমি তখন অলস চোখে
আমার দিকে তাকিয়ে থাকবে
অত্যন্ত উদাস একটা ভঙ্গীতে কিছুটা নিষ্ঠুরতা মিশিয়ে,
যেন দগ্ধ হয়ে মরলেই আমি কি?
আমি তো নষ্ট কবিতা !
আমি একটুও রাগ করবো নাহ
তোমার প্রতি,
তোমার তাকিয়ে থাকার কবি কবি ভঙ্গী
আমি বড্ড ভালোবাসি।