চশমা ছাড়াই পাঠ করেন কোরআন শরিফ

১০৩ বছর বয়সেও জুটেনি রাজাপুরের রব বেপারীর বয়স্ক ভাতা

সরকার শতভাগ বয়স্ক ভাতা ঘোষনা দিলেও ১০৩ বছর বয়সেও ভাগ্য জুটেনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত্যু ফজল বেপারীর ছেলে আবদুর রব বেপারীর ( জন্ম ১৭ জানুয়ারি ১৯১৭)। ১০৩ বছর বয়সে চশমা ছাড়াই পবিত্র কোরআন শরিফ পাঠ করেন আবদুর রব বেপারী। এখনো নাতি/নাতনিদের সাথে গল্প করেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও ব্রিটিশ শাসনসহ নানা অভিজ্ঞতা নিয়ে।
দুঃখ করে বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনার ঘোষণা দিলেও আমার ভাগ্য ১০৩ বছর বয়সেও জুটেনি একটি ভাতা কার্ড, আদৌ কি হবে? একটি বয়স্ক ভাতা কার্ড?  বৃদ্ধ আবদুর রব বেপারীর এই প্রশ্নের জবাব দিবে কে?  স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অথবা ক্ষমতা যার আছে তাকেই সকল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন বলে জানান নাম প্রকাশ না করার সত্ত্বে এক স্কুল শিক্ষক।
রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিছিভ করেননি।
রাজাপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, এই বয়সেও ভাতার আওতায় আসেনি, এটা দুঃখজনক তবে তার স্বজনদের বলবেন আমার সাথে দেখা করতে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।