সর্বশেষঃ

পিঞ্জর

মুন হোসেন

 

অনেক দিন কাঁদি নি আমি
নোনা করি নি কোন শিশিরের বুক
কাদা করি নি কোন লালমাটি,
শুধু তুমি ও তোমার বিদায় সুর সাধনা।
পাজর ভরা প্রচ- বেদনা
ভাগ করে নেই নি শত্রুর বাচ্চা বড়
করে সর্বস্বান্ত হওয়া কাকের সাথে,
একা একা কেঁদে কেঁদে সে বুঝি মরার পথে-
নিঃস্ব সন্তানহীন
আরও কিছু সন্তান মরার পথে।

রোদনে ও বোধনে
সমুদ্রের সকল নোনাজল কিনে নিয়েছি
আমি,বাকী সব জলজ প্রাণী মৃত্যু ও জীবনের মাঝে।
ঈশ্বর তখন অনুসারীহীন সর্বস্ব
অবিশ্বাস অথবা বিশ্বাসের মাঝে।
পাপে ও প্রেমে
সন্তান ও তোমার পথ
লৌকিক লৌহ পিঞ্জরে,
আমাদের বাঁচানোর জন্য
ঈশ্বর আজ কোথাও নেই,
কষ্টে আছি
বাক-সর্বস্ব ঠিক গতকালের মতো
মাটি ও আকাশের মাঝে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।