তজুমদ্দিনে অবৈধ জাল আটক

ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ পাই জাল ও কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ স্লইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: আসাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০ টায় তার নেতৃত্বে কোস্টগার্ডে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বাসন ভাঙ্গারচর ও ৮নং চর সংলগ্ন মেঘনা থেকে ৩০ হাজার মিটার পাই জাল ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল আটক করেন। পরে আটককৃতজাল শশীগঞ্জ স্লইজঘাট এলাকায় এনে দুপুর ১টায় আগুণে পুুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটনসহ কোস্টগার্ড সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।