তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ভুয়া সাংবাদিক

মোঃ মহিউদ্দিন
কিছু কিছু ভুয়া সাংবাদিক
ছুটছে দিক বেদিক !
কোথায় আছে বাল্যবিয়ে
কোথায় অঘটন,
চাতক পাখির মতো চেয়ে থেকে
করে উদঘাটন।
একটুখানি অনিয়ম পেলে
তিলেরে করে তাল,
বাল্য বিয়ের খবর পেলে
হয়ে যায় মাতাল।
কন্যার বাবার পুড়ে কপাল।
গাঁও গ্রামে কোনো রকম
বিয়ে-শাদির খবর পেলে,
কাবিন দেখাও, জন্ম নিবন্ধন দেখাও।
সহজ সরল সাধারণদের
গ্যারাকলে প্যাঁচে ফেলে,
মাঝে মাঝে হুংকার মারে
খবরের কাগজে দিবে তুলে।
সাধারণরা ভয় পেলে,
গোমর কথা খুলে বলে।
কন্যাদায়গ্রস্ত পিতা ধারদেনা করে
তাদের কিছু টাকা পয়সা দিলে,
তাতেই প্যাঁচ- মাইর থেকে মুক্তি মিলে।
দেশের জনগণ হবেন সচেতন,
সাংবাদিকদের ক্ষমতা আছে
তারা খবর সংগ্রহ করবেন,
উপস্থাপন করবেন,
টাকাপয়সা দেয়া-নেয়ার
নেই কোন অপশন।
টাকা-পয়সা ঘুষ দেয়ার আগে
দেখে নিবেন এই সাংবাদিক কেমন।