তজুমদ্দিনে প্রতিপক্ষের হামলায় আহত-৩

ভোলার তজুমদ্দিনে বিচ্ছিন্ন চর মোজাম্মেলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ নারী আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্প্রীড বোডে এনে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহত তানিয়া জানান, বৃহস্পতিবার বিকাল ৫টায় তার বোনের শিশু বাচ্চা ও পাশ্ববর্তী তাজউদ্দিনের বাচ্চা ফুটবল খেলছিলেন। এ সময় তার বোনের বাচ্চা তাজউদ্দিনের বাচ্চাকে লাঠি দিয়ে আঘাত করলে দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে তাজউদ্দিন তার স্ত্রী শাহিদা, আব্বাস উদ্দিন হাওলাদার ও তার স্ত্রী লাইজু বেগম মিলে তাদের ঘর থেকে বের করে রাস্তার উপরে এনে এলোপাতাড়ি মারপিট করেন। এতে ৩ নারী আহত হয়। আহতরা হলেন, আমেনা বেগম (৫০), বিবি তানিয়া (১৮) ও শারমিন (১৮)। প্ের খবর পেয়ে রাত ৮টায় আহত আমেনার ছেলে আকতার স্প্রীড বোডে করে তজুমদ্দিন এনে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বিচ্ছিন্ন চরমোজাম্মেল দুলাল বাজারে ৬নং ওয়ার্ডে। এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্বাস উদ্দিন হাওলাদারের ব্যবহৃত নম্বরে ফোন দিলে তিনি রিসিভ করেনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।