দূরত্ব
মুন হোসেন
ফুলে মৌমাছির হুলে
ভেসে বেড়াই তোমার
রোদ্র নদীর সর্বত্র,
শহীদের রক্তে,বেশ্যার চোখের জলে
আসা যাওয়া যত্র তত্র,
আমায় পাবে না তুমি
যাব হারিয়ে ধীরে ধীরে
বিদ্রোহী মিছিলে,ফুটপাতের ভীরে।
এক আঙ্গিক অসাবধানতা
তোমার নাকফুল,পায়ের আলতা
তোমার বুকের লাঞ্চনা সব
পুড়িয়ে
দেও ছাই করে উড়িয়ে।
আগুন জ্বলে নদীর মাঝে
কাব্য ঝড়াও প্রিয়ংবদা
রোদ্র তেজে অমোঘ সাঝে
আমায় হারিয়ে কাঁদবে সর্বদা।
একশ বছর শেষে
নষ্ট হাসি হেসে
তোমার দ্বারে ফিরব আমি রুগ্ন শিশুর বেশে
রূপক উপমা উপমেয় উপাদান
রূপকথা কবিতা কবি থেকে সাবধান