বাদশা (খলিফা) কে সম্মান করা

মহানাবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ্ তাবারাকা ওয়া তা’আলার বাদশা’কে সম্মান দেবে, আল্লাহ্ কিয়ামতে তাকে সম্মানিত করবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ্ তা’আলার বাদশা’কে অপমান করবে,আল্লাহ্ কিয়ামতে তাকে অপমাানিত করবেন।(আস্সুন্নাহ, ইবনে আবী আসেম, হা/১০২১)।
* তিনি (সাঃ) বলেছেন, যে ব্যক্তি ৫টি’র একটি করবে সে আল্লাহ্ আযযা অজাল্লার যামানতে হবে; তন্মধ্যে একটি হল, সম্মান ও শ্রদ্ধা করার উদ্দেশ্যে নেতার নিকট উপস্থিত হওয়া……। (আস্ সুন্নাহ১০২১)।
* ইমাম বার্বাহারী (রহঃ) বলেন, ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেছেন, আল্লাহ্ যে বিষয় পছন্দ করেন ও যাতে তিনি সন্তষ্ট, সে বিষয়ে নেতৃবর্গের আনুগত্য করা জরুরী। আর যে ব্যক্তি মুসলিমদের সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচিত হবেন, তিনি হবেন “আমীরুল মুমিনিন” কারো জন্য এ বৈধ নয় যে, সে একটি রাত্রী অতিবাহিত করে অথচ তার ভাল কিংবা মন্দ কোন নেতা থাকে না। (ত্বাবাক্বাতুল হানাবেলাহ-২/২১, শারহুস্ ছুন্নাহ, বার্বাহারী ৭৭-৭৮ পৃষ্ঠা)। (প্রকাশ থাকে যে, মুসলিমদের বলতে দ্বীন ইসলাম’ তথা”ইসলামী শরীয়ার” খলিফা বা আমীর)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।