মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার আদেশ

আল্লাহ্’র রসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি জামা’আত থেকে আধ হাত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে (সরে) গেল, সে আসলে তার ঘাড় থেকে ইসলামের গলরশিকে খুলে ফেলল” (অর্থাৎ, ইসলাম থেকে খারিজ হয়ে গেল)। (আস সুন্নাহ, ইবনে আসেম-৮৯২)।
* তিনি বলেন, যে ব্যক্তি মারা গেল, অথচ তার কোন ইমাম (রাষ্ট্রীয়-নেতার বায়াত) নেই, সে আসলে জাহেলিয়াতের মরণ মারা গেল (আস সুন্নাহ, আবী আসেম-১০৫৭)।
* তিনি (সাঃ) আরও বলেছেন, তোমরা জামা’আতবদ্ধ হও এবং শতধা-বিভক্ত হয়ো না। কারণ, শয়তান একাকীর সাথী হয় এবং দু’জন থেকে অধিক দূরে থাকে। আর যে ব্যক্তি শ্রেষ্ঠ জান্নাত চায়, সে ব্যক্তির উচিত,জামা’আতে শালিম হওয়া। (আস্ সুন্নাহ, ইবনে আবী আসেম-৮৮)।
* নুমান বিন বাশীর (রাঃ) হতে বর্ণিত, তনি বলেন, জামা’আত (একতা) হল রহমত এবং বিচ্ছিন্নতা হল আযাব (আস্ সুন্নাহ, ইবনে আবী আসেম হা-৯৩)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।